ব্লগিং টিউটোরিয়াল এর ৩য় দিন বা পার্ট ৩
আমি এখানে শুধুমাত্র ব্লগিং এর গুগল অ্যাডসেন্স বিষয়টার প্রতিই গুরুত্ব দিচ্ছি। কারণ আমাদের দেশে বর্তমানে গুগল অ্যাডসেন্স বা Google AdSense নিয়েই বেশি আলোচনা হয়ে থাকে।
যদিও আস্তে আস্তে আরও অ্যাড নেটওয়ার্ক সহ অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রতিও অনেকেই আগ্রহী হচ্ছে। তবে গুগল বা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করার পরিমাণটা এখনও বেশি।
আগের দুইটা পার্ট এ আমি যতটুকু আলোচনা করেছি এখন এর পর থেকেই শুরু করবো ইনশাআল্লাহ। এই ধাপে আমি থিম এবং পেজ ও ক্যাটাগোরি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।
আরো পড়ুন >> ব্লগিং টিউটোরিয়াল এর ২য় দিন বা পার্ট ২
কি ধরনের থিম ব্যবহার করবেন ?
(ক) ব্লগারে হোক আর ওয়ার্ডপ্রেসে হোক শুরুতে আপনি ফ্রি থিম ব্যবহার করেন। ফ্রি কোন থিম সেটা প্রশ্ন করলে আমি বলবো আপনার কাছে মনে হয় যেটা ভালো সেটাই ব্যবহার করেন।
তবে কাস্টোমাইজেশান তুলনামূলক সহজ এরকম থিম ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি ব্লগার ও ওয়ার্ডপ্রেসে কিছু নাম বলে দিচ্ছি।
ব্লগারের জন্য = Magify, SuperMag, GNews, Jettheme, SEO Pro ইত্যাদির মত অনেক থিমই আছে। তবে ফ্রিটা শুরুতে ব্যবহার করার চেষ্টা করবেন।
ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে = Engage Mag, News Way, HitMag, MoreNews, ColorMag, Generate Press ইত্যাদির মত থিম তবে ফ্রিটা শুরুতে ব্যবহার করার চেষ্টা করবেন।
আমার মনে হয় থিম সংক্রান্ত আলোচনা আর করার প্রয়োজন নেই। তবে থিম সেট আটআপ করার পর ক্যাটাগোরি, পেজ ও মেনু বিশেষ করে ড্রপ-ডাউন মেনুগলো এবং ক্যাটাগোরি ও পেজের লিংকগুলো যেন কাজ করে অর্থ্যৎ ক্লিক করলে যেন সেই লিংকে যায় সেটা লক্ষ্য রাখবেন।
কি কি পেজ উল্লেখ করবেন ব্লগারে ?
যদিও এই বিষয়টা সবাই ই কমবেশি জানে তারপরেও আলোচনার ক্ষেত্রে আমি আলোচনা করে দিচ্ছি যেন বিষয়টা সমান গুরুত্ব পায়।
আপনি, About Us, Contact Us, Privacy Policy, Terms and Conditions এই চারটি পেজ অবশ্যই রাখার চেষ্টা করবেন। আরও কিছু পেজ আছে সেগুলো আপনার ইচ্ছা। ইচ্ছে করলে রাখবেন না করলেও হবে তবে রাখা ভালো।
তবে পেজের ক্ষেত্রে একটা গুরুত্বপুর্ণ ও জানার প্রয়োজন একটা বিষয় সেটা হলো, কখনই কোন পেজ কপিপেস্ট লিখা দিয়ে তৈরি করবেন না।
সবগুলো পেজের লিখা আপনি নিজের মত করে টাইপ করে লিখবেন। কারণ অনেক সময় পেজের উদ্দেশ্যগুলো আর ব্লগের লিখা মিল থাকে না। যেমন, আপনি About Us পেজে লিখলে ভ্রমন সংক্রান্ত ব্লগ অথচ আপনি লিখলেন কিভাবে অনলাইনে আয় করা যায় এমন বিষয়।
তাই পেজগুলো ও আপনার ব্লগের বিষয়টা সমন্বয় করে লিখবেন নিজের মত করে।
কতগুলো ও কি কি ক্যাটাগোরি রাখা উচিত ?
ক্যাটাগোরি নিয়ে বিভিন্ন মতামত আছে। তবে আমার ব্যাক্তিগত মতামত হলো ৫-৬টার মত ক্যাটাগারি করে প্রত্যেকটাতে ৫-৬ টা করে পোস্ট করা।
এর একটা বিশেষ কারণ আছে সেটা হলো, গুগল তার রোবট দিয়ে চেক করে। সেক্ষেত্রে প্রত্যেক ক্যাটাগেরিতে গিয়ে গুগল বেশ কিছু পোস্ট ক্রল করে দেখে এবং ক্যাটাগোরি ও পোস্ট এর সাথেও সমন্বয় রাখা উচিত।
যেমন, ধরুন আপনি অনলাইন আয় ক্যাটাগেরিতে ঢাকায় আগুন নিয়ে পোস্ট করতে পারবেন না। অবশ্যই আপনাকে অনলাইনে আয় হয় এরকম সংক্রান্ত পোস্ট ই লিখবেন।
উপরের সবগুলোর সারাংশ হলো আপনাকে ব্লগ সাইটটা এমনভাবে তৈরি করতে হবে যেখানে আপনার ব্লগটা দেখলে যেন একটা প্রফেশনাল ব্লগ সাইট মনে হয়। তাহলে গুগল সেটাকে মূল্যায়ন করবেন এবং ভিজিটর এসেও বেশি সময় থাকবে।
আরো পড়ুন >> ব্লগিং টিউটোরিয়াল এর ৪র্থ দিন বা পার্ট ৪
প্রথম প্রকাশিত = ২৩ই এপ্রিল ২০২৩ সাল
Post a Comment